ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

খেতে চান ‘শাহরুখ খান’ পান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, আগস্ট ৩, ২০১৭
খেতে চান ‘শাহরুখ খান’ পান? ছবি: সংগৃহীত

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে ‘খাইকে পান বেনারসওয়ালা’ গানের তালে কোমর দুলিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিন্তু তখন কি জানতেন একসময় তার নামেই রাখা হবে পানের নাম।

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ খান ও আনুশকা শর্মা। সম্প্রতি তারই অংশ হিসেবে বেনারস গিয়েছিলেন তারা।

এসময় ৭০ বছর পুরনো ‘তাম্বুনাম পান শপ’-এ যান এবং মজাদার বেনারসি পান খান এই জুটি।

বিষয়টিতে ভীষণ আনন্দিত দোকানের মালিক সতীশ কুমার। এছাড়া শাহরুখ সেখানে যাওয়ার পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে দোকানে। সবাই ৫১ বছর বয়সী অভিনেতা যে পান খেয়েছেন সেটি চাইছেন। আর এতো সাড়া পাওয়ায় ‘মিঠা পান’ এখন ‘শাহরুখ খান’ নামকরণ করেছেন সতীশ। আর সেটি ৩৫ রুপিতে বিক্রি করছেন তিনি।

আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ‘জাব হ্যারি মেট সেজাল’।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।