ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘কাউন্টিং’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, আগস্ট ৩, ২০১৭
‘কাউন্টিং’ ‘কাউন্টিং’ এর দৃশ্য (ছবি: সংগৃহীত)

‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার-১৪২২’প্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হানের ছোটগল্প ‘পেন্ডুলাম’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র ‘কাউন্টিং’।

বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশেদ মানিক। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

ছবিটি প্রসঙ্গে রাশেদ মানিক বলেন, “দাম্পত্য জীবনের একটি বিশেষ দিক ও সন্তানের মনস্তত্ত্ব নিয়ে একটি গল্প বলতে চেয়েছি। ছবিটি দর্শকদের বোধে নাড়া দিতে পারবে বলে আমার বিশ্বাস। নির্মাণের ব্যাপারে নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভী ও অভিনেতা কায়েস চৌধুরীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ”

ছবিতে অভিনয় করেছেন কায়েস চৌধুরী, নাজমুন নাহার ও শিশুশিল্পী আপন। চিত্রগ্রহন করেছেন আজিজুর রহমান এবং শিল্প নির্দেশনা দিয়েছেন রাতুল মুহাম্মদ। চলচ্চিত্রটির নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হায়দার রিজভী।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।