ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

যে কারণে বারবার অসুস্থ হচ্ছেন কপিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ৩১, ২০১৭
যে কারণে বারবার অসুস্থ হচ্ছেন কপিল সুমনা চক্রবর্তী ও কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, টিআরপি কমে যাওয়ায় খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে ‘দ্য কপিল শর্মা শো’। আর এ কারণেই নাকি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন কপিলের অনস্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলার দেওয়া এক সাক্ষাৎকারে সুমনা জানান, “কপিলের শরীর একেবারেই ভালো নেই। শো-এর জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন কপিল।

আর এতো চাপে থাকলে শরীর তো খারাপ হবেই। ’’

তবে শো বন্ধ হয়ে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে সুমনা বলেছেন, ‘কোনও কারণেই শো বন্ধ হতে পারে না। শো অবশ্যই চলবে। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।