ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের যমজ ভাই হায়দার মকবুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, জুলাই ৩০, ২০১৭
শাহরুখের যমজ ভাই হায়দার মকবুল! শাহরুখ খান ও হায়দার মকবুল (ছবি: সংগৃহীত)

শুধু বলিউড কিং নন, নিঃসন্দেহে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। গত ২৫ বছরের ক্যারিয়ারে তিনি পেয়েছেন অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী ও অনুসারী। এমনকি রোমান্টিক ছবিতে অভিনয় করার সুবাদে পেয়েছেন ‘কিং অব রোমান্স’ তকমা। কথা হচ্ছে- সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে।

বলিউড হোক কিংবা সারা বিশ্বে, শাহরুখ একজন কিংবদন্তি। তার সঙ্গে কারও তুলনা চলে না।

কিন্তু সম্প্রতি এমন একজনের সন্ধান পাওয়া গেছে, যিনি শাহরুখ নন, কিন্তু দেখতে হুবহু বলিউড বাদশাহর মতোই! এ যেন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যান’ ছবির কোন কাহিনী!

জম্মু কাশ্মীরে বসবাস করা সে ব্যক্তির নাম হায়দার মকবুল। তিনি শাহরুখের কোন হারিয়ে যাওয়া যমজ ভাই নন। তবে দেখতে হুবহু ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার মতোই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন হায়দার মকবুল। যা দেখে অনেকেই চমকে গেছেন। কেউ কেউ মনে করছেন, শাহরুখ খানের ছবিই হয়তো পোস্ট করছেন হায়দার।

শাহরুখ এখন ব্যস্ত ‘জাব হ্যারি মেট সেজাল’ এর প্রচারণায় নিয়ে। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ইমতিয়াজ আলির পরিচালনায় ছবিতে শাহরুখের বিপরীতে আছেন আনুশকা শর্মা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।