ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ভক্তদের অনুরোধ আমিরের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জুলাই ২৯, ২০১৭
বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ভক্তদের অনুরোধ আমিরের আমির খান (ছবি: সংগৃহীত)

আসাম ও গুজরাট বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ভক্তদের আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের নিজের সাধ্যমত অর্থ সহায়তা করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ‘পিকে’খ্যাত এই তারকা। যেখানে তিনি জানান, ‘বন্ধুরা আসাম ও গুজরাটের কিছু অংশ বন্যায় মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে।

অনেকে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বন্যা কবলিত ভাইবোনরা আজ বড়ই অসহায়। চলুন আমরা একসঙ্গে এই দুই রাজ্যের ভাইবোনদের পাশে দাঁড়াই। বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায়তা করি। ’

আসামে শুক্রবার (২৮ জুলাই) পর্যন্ত ৭২ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। এছাড়া গুজরাতে ১২৩ জন বর্ষা সংক্রান্ত নানা দুর্ঘটনার শিকার হয়েছেন।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এর কাজ নিয়ে ব্যস্ত আমির খান। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। এছাড়া আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও নবাগত অীভনেত্রী ফাতেমা সানা শেখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।