ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন অক্ষরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, জুলাই ২৯, ২০১৭
বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন অক্ষরা! অক্ষরা হাসান (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী অক্ষরা হাসান জানিয়েছিলেন, তিনি না-কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। তার এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

এদিকে মেয়ের ধর্ম পরিবর্তন প্রসঙ্গে শুক্রবার (২৮ জুলাই) টুইটারে কমল হাসান লিখেছেন, ‘তুমি কি তোমার (অক্ষরা হাসান) ধর্ম পরিবর্তন করেছ? যদি তা করেও থাকো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মতো ধর্মকেও কোনও শর্তে বেঁধে রাখা যায় না।

জীবনকে উপভোগ করো। লাভ ইওর বাপু। ’

এর উত্তরও টুইটারে দিয়েছেন অক্ষরা। যেখানে তিনি জানিয়েছেন, ধর্ম পরিবর্তন করেননি তিনি, এখনও নাস্তিকই রয়েছেন। তবে বৌদ্ধ ধর্মের প্রতি তার ভালোবাসা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।