ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

গাঁটছড়া বাঁধলেন সভ্যতা-সামিউল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জুলাই ২৮, ২০১৭
গাঁটছড়া বাঁধলেন সভ্যতা-সামিউল কারিশমা সানু সভ্যতা এবং সামিউল ওয়াহিদ (ছবি: সংগৃহীত)

দু’জনার পরিচয় সংগীতের সূত্র ধরেই। একজন সংগীতশিল্পী অন্যজন ড্রামার। তাদের বন্ধুত্ব এবং প্রেমের সফল পরিণতি ঘটলো বিয়ে বন্ধনের মধ্য দিয়ে। বৃহসাপতিবার (২৭ জুলাই) পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন কারিশমা সানু সভ্যতা এবং সামিউল ওয়াহিদ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে সভ্যতার বড় বোন অভিনেত্রী স্বাগতা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে তাদের মগবাজারের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সভ্যতা-সামিউলের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে শান্তিনগর হোয়াইট হাউজ সেন্টারে শেষ হয়েছে বৌভাতের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।