ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, জুলাই ২৮, ২০১৭
শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন অক্ষয় অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

সম্প্রতি নারীদের সুরক্ষা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। যেখানে নিজের জীবনের এক গোপন সত্যির কথা প্রকাশ্যে নিয়ে আসেন বলিউডের এই অভিনেতা। মাত্র ছয় বছর বয়সে কিভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন সেটি জানান ‘খিলাড়ি’খ্যাত এই তারকা।

এ প্রসঙ্গে অক্ষয়ের ভাষ্য, ‘আমার তখন মাত্র ছয় বছর বয়স। আমি প্রতিবেশির ফ্ল্যাটে যাচ্ছিলাম।

লিফটম্যান খারাপভাবে আমার গায়ে হাত দিয়েছিলেন। আমি বাবাকে পুরো ঘটনাটি বলেছিলাম। বাবা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তখন জানা যায়, ওই লিফটম্যান আগেও এ ধরনের কাজ করেছিলেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ’

বলিউডের এই অভিনেতা আরও জানান, এমন কোনও ঘটনা ঘটলে লজ্জা পেয়ে চুপ করে না থেকে পরিবারকে জানাতে। যাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারেন।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত অক্ষয়। এতে তার সহশিল্পী ভূমি পেড়নেকর।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।