ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুলাই ২৭, ২০১৭
বিপিএল মাতাবেন অরিজিৎ সিং অরিজিৎ সিং (ছবি: সংগৃহীত)

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পঞ্চম আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে সকল ধরনের প্রস্তুতি। শোনা যাচ্ছে, এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

গত বছর ইংল্যান্ড সিরিজের পরপরই বিপিএল শুরু হওয়ায় কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে এবার থাকবে নজর কাড়া উদ্বোধনী অনুষ্ঠান।

যা অনুষ্ঠিত হবে বিপিএল শুরুর দু’দিন আগে অর্থাৎ ৩১ অক্টোবর থেকে।

এদিকে বিপিএলের ঠিক আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। এজন্য উদ্বোধনী অনুষ্ঠান করা হবে কি-না তা নিয়ে ছিলো সংশয়। অনেকেই ভেবেছিলেন, গত আসরের মতো এবারও আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই যাত্রা শুরু করবে টুর্নামেন্টটি। তবে বলিউড তারকাদের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।