ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

মায়ের সঙ্গে সুহানা ও আবরামের সূর্য স্নান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জুলাই ২৭, ২০১৭
মায়ের সঙ্গে সুহানা ও আবরামের সূর্য স্নান মালিবু সৈকতে মায়ের সঙ্গে সুহানা ও আবরাম (ছবি: সংগৃহীত)

শাহরুখ খান এখন ব্যস্ত তার আসন্ন ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা নিয়ে। আর এই সময়টা কাজে লাগিয়ে ছেলে-মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখপত্নি গৌরি খান।

সম্প্রতি সুহানা ও আবরামের সঙ্গে ক্যালিফোর্নিয়ার মালিবু সৈকতে দেখা গেছে তাকে। যার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরি।

যেখানে দেখা যাচ্ছে, সন্তানদের নিয়ে সূর্য স্নান করছেন তিনি।

পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন শাহরুখও। কিন্তু ছবির প্রচারণার জন্য দেশে ফিরে আসতে হয়েছে তাকে।

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’-এ শাহরুখের সহশিল্পী আনুশকা শর্মা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।