ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

যে কারণে মাকে অপছন্দ করেন তৈমুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, জুলাই ২৬, ২০১৭
যে কারণে মাকে অপছন্দ করেন তৈমুর মা কারিনা কাপুর খানের সঙ্গে তৈমুর আলি খান (ছবি: সংগৃহীত)

কারিনা কাপুর খান ও সাইফ আলি খান দম্পতির ছেলে তৈমুর আলি খান দেখতে সুন্দর ও মিষ্টি কোন বিষয়ে সন্দেহ নেই। তাই বলে ছেলেকে এতো বেশি চুমু দিতে থাকেন কারিনা যাতে বিরক্ত হয়ে যায় ছোট্ট তৈমুর। যার কারণে এখন মাকে অপছন্দ করে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।  

এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘তৈমুর সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করে। সে দেখতেও খুব মিষ্টি।

আমি সারাদিনে তাকে অন্তত ২০ হাজার চুমু দেই। এ কারণে সে আমার ওপর খুব বিরক্ত। এমনকি মাঝে মাঝে আমাকে বাঁধা দেয় চুমু দিতে। ’

সম্প্রতি ছেলেকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে গেছেন সাইফ-কারিনা দম্পতি। শোনা যাচ্ছে, সেখানের জিএসটাড প্যালেস হোটেলে দুই সপ্তাহ থাকবেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।