ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

কলেজে গেলেন জ্যোতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, মার্চ ১৯, ২০১৬
কলেজে গেলেন জ্যোতি! ‘সাইবার ফোক’ নাটকে জ্যোতিকা জ্যোতি

চুলগুলো বেণী করা। গায়ে সাদা রঙা কলেজ ইউনিফর্ম।

কাঁধে বইয়ে ভরা ব্যাগ। জ্যোতিকা জ্যোতিকে এ সাজে দেখে চমকাতে হলো। আবার কলেজে ভর্তি হননি তো তিনি?

জ্যোতি বাংলানিউজকে জানালেন, কলেজে তিনি ঠিকই গেছেন। তবে চরিত্র হয়ে। কলেজপড়ুয়া মেয়েটির জন্য ছেলেরা পাগল! কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। কলেজ ছাত্রীর সাজে দেখা গেলেও মেয়েটি আসলে মাদকাসক্ত! নিজে মাদক নেয়, মাদক বেচেও। একদিন অপহৃত হয় সে।

এ গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘সাইবার ফোক’। লিখেছেন ও পরিচালনা করেছেন অসীম গোমেজ। এর দৃশ্যধারণ হয়েছে পূবাইলের উলুখোলায়। শিগগিরই এটি প্রচার হবে এনটিভিতে।

জ্যোতি বললেন, ‘আমার পরা ইউনিফর্মটি ২০১০ সালে বানিয়েছিলাম একটি নাটকের প্রয়োজনে। এরপর আর এটি পরা হয়নি। ছয় বছর পর পরলাম। এ এক অন্যরকম অভিজ্ঞতা। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।