ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

৫ বছর পর সোলসের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, মার্চ ১৮, ২০১৬
৫ বছর পর সোলসের নতুন গান সোলস ব্যান্ডের সদস্যরা

সোলস ভক্তদের জন্য সুখবর। আগামী পহেলা বৈশাখে নতুন গান প্রকাশ করছে ব্যান্ডটি।

পাঁচ বছর প্রতীক্ষার পর নতুন গানে পাওয়া যাবে তাদেরকে।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সোলস গানটি প্রকাশ করছে ভিডিও আকারে। ‘চাই চাই’ শিরোনামের এ গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন উপস্থাপিকা-অভিনেত্রী আমব্রিন। সম্প্র্রতি নেপাল, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। ব্যান্ডের সদস্যরাই নির্মাণ করেছেন এটি।

দীর্ঘ বিরতির পর গান প্রকাশ প্রসঙ্গে সোলস প্রধান পার্থ বড়ুয়া বলেন, “নতুন অ্যালবামের জন্য বেশ কয়েকটি গান তৈরি করেছি। এখনই অ্যালবাম ছাড়ছি না। তার আগে পহেলা বৈশাখ উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ‘চাই চাই’ গানটি প্রকাশ করছি। ”

পার্থ বড়ুয়া জানান, শেখ রানার লেখা ‘চাই চাই’ গানটি এপ্রিলের প্রথম সপ্তাহে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি এখন থেকে প্রতি মাসেই সোলস একটি করে নতুন গানের ভিডিও প্রকাশ করবে। শ্রোতাদের আগ্রহের কথা চিন্তা করেই এমনটা ভাবছেন তারা।

সোলসের সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ বাজারে আসে ২০১১ সালে। এরপর ব্যান্ডের নতুন গানে পাওয়া যায়নি পার্থকে। তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন কনসার্ট, নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।