ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

মেয়ের জন্য রন্টির ‘রঙ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, মার্চ ১৮, ২০১৬
মেয়ের জন্য রন্টির ‘রঙ’ রন্টি দাসের সঙ্গে তার কন্যা আরশি

একমাত্র কন্যার সঙ্গে বৈশাখে রঙ ছড়াবেন রন্টি দাস। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই কণ্ঠশিল্পী।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) তার মেয়ে আরশীর জন্মদিন। ওর জন্য একটি গান তৈরি করেছেন তিনি। এর ভিডিওচিত্রেও থাকছেন মা-মেয়ে।

‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতা থেকে উঠে আসা রন্টির অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে ‘রঙ’ শিরোনামের আরেকটি গান। এটি তার পরের অ্যালবামের গান হলেও প্রকাশ করছেন আগেভাগেই। এর কারণ তার মেয়ে আরশী। ওকে উৎসর্গ করে পহেলা বৈশাখে প্রকাশ হচ্ছে গানটি। সোমেশ্বর অলির কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর।

রন্টি বাংলানিউজকে বলেন, ‘এটা শুধু বৈশাখের গান নয়। যে কোনো উৎসবের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি। আর মঞ্চে গাওয়ার জন্যও এটি সুন্দর একটি গান। ভালো লাগার জায়গা থেকেই গানটি আমার মেয়েকে উৎসর্গ করেছি। ’

রন্টি আরও জানান, পুরান ঢাকায় গানটির ভিডিও ধারণে অংশ নিয়েছেন তারা। এতে মা-মেয়ের পাশাপাশি মডেল হয়েছেন নাভিদ ও পারসা ইভানা। এটি তৈরি করেছেন মারুফ হাসান প্রেমন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।