ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্যারিসে মনের মানুষ খুঁজে পেলেন মল্লিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মার্চ ১৮, ২০১৬
প্যারিসে মনের মানুষ খুঁজে পেলেন মল্লিকা সাইরিলে অক্সেনফ্যান্স ও মল্লিকা শেরাওয়াত

প্যারিসকে বলা হয় প্রেমের শহর। সেখানেই মনের মানুষ খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

ফরাসি আবাসন ব্যবসায়ী সাইরিলে অক্সেনফ্যান্সের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তার।

বৃহস্পতিবার (১৭ মার্চ) টুইটারে নিজেই এ কথা স্বীকার করেছেন মল্লিকা। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘ভালবাসায় ডুবে থাকা হলো পৃথিবীর সেরা অনুভূতিগুলোর মধ্যে অন্যতম!’

মল্লিকা ও সাইরিলের মধ্যে পরিচয় উভয়ের বন্ধুর মাধ্যমে। গত ভালোবাসা দিবসে প্রেমিকের কাছ থেকে দামি একটি বিলাসবহুল গাড়ি উপহার পেয়েছেন ‘মার্ডার’ তারকা।

বলিউডের পাশাপাশি ‘হিস’, ‘দ্য মিথ’ ও ‘পলিটিকস অব লাভ’-এর মতো আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন মল্লিকা। ফ্রান্সে তিনি এখন চেনা মুখ। কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছরই দেখা যায় তাকে। গত বছর বলিউডে ‘দ্য ডার্টি পলিটিকস’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি। এখন তার হাতে আছে হলিউডের ‘দ্য লস্ট টম্ব’। এটি পরিচালনা করছেন ড্যানিয়েল লি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।