ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

দুই বাংলার ‘বাদশা’র সঙ্গী শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, মার্চ ১৭, ২০১৬
দুই বাংলার ‘বাদশা’র সঙ্গী শ্রদ্ধা শ্রদ্ধা দাস

মুম্বাইয়ের মহারাষ্ট্রে জন্ম নিলেও ভারতীয় অভিনেত্রী শ্রদ্ধা দাসের মা-বাবা দু'জনই বাঙালি। দুই বছর আগে প্রথম বাংলা ভাষার চলচ্চিত্রে (দ্য রয়েল বেঙ্গল টাইগার) অভিনয় করেন তিনি।

এখন কাজ করছেন যৌথ প্রযোজনার একটি বাংলা ছবিতে। এর দৃশ্যায়ন হচ্ছে ঢাকায়। নাম ‘বাদশা’।  

গত ১৪ মার্চ ফেসবুকে শ্রদ্ধা লিখেছেন, ‘বাংলাদেশে ঢাকায় প্রথমবার যাচ্ছি। নতুন ছবির কাজে। ’ জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় ছবিটিতে ওপার বাংলার অভিনেতা জিতের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়াও আছেন নুসরাত ফারিয়া ও ফেরদৌস। পরিচালনা করছেন বাবা যাদব।

শ্রদ্ধা দাস পড়াশোনা করেছেন সাংবাদিকতায়। ২০০৮ সালে তেলেগু ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এর তিন বছর পর মধুর ভান্ডারকরের পরিচালনায় ‘দিল তো বাচ্চা হ্যায় জি’তে রেডিও জকির ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১৪ সালে ‘লাকি কবুতর’ ও ‘জিদ’-এ কাজ করেছেন।

‘বাদশা’র কাজ শেষে শ্রদ্ধা মুম্বাইয়ে ফিরে যাবেন আগামী ১৯ মার্চ। এরপর ২৯ বছর বয়সী এই তারকা আবার ব্যস্ত হয়ে পড়বেন ‘মাস্তি’ সিরিজের তৃতীয় ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। এটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার।

বাংলাদেশ সময় : ২৩৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।