ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

পারিশ্রমিক নেননি মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, মার্চ ১৭, ২০১৬
পারিশ্রমিক নেননি মৌসুমী মৌসুমী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। চলচ্চিত্রে দীর্ঘদিনের পথচলায় সমৃদ্ধ হয়েছেন অভিজ্ঞতায়।

এখন বেছে বেছে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাজয়ী এই তারকা। একসময় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হতে আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকাতেন। সম্প্রতি উল্টো নজির সৃষ্টি করলেন তিনি।
 
‘লিডার’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন মৌসুমী। এ নিয়ে বেশ আশাবাদী তিনি। রাজনীতির পটভূমিকে দেশপ্রেমের কাহিনীতে সাজানো এ ছবিতে তাকে দেখা যাবে আদর্শ নেত্রীর ভূমিকায়। শুধু চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় এ কাজ করার জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। পরিচালক দিলশাদুল শিমুল জানিয়েছেন এ তথ্য।

পরিচালকের ভাষ্য, ‘মৌসুমী আপাকে চিত্রনাট্য শোনানোর পর রাজি হতে দেরি করেননি। চমক অারও অপেক্ষা করছিলো অামার জন্য। সাইনিং চেক দেওয়ার দিন তিনি চেকটা হাতে নিয়ে জানিয়েছিলেন এই ছবিটি চলচ্চিত্র ইতিহাসকে সমৃদ্ধ করবে। বিনা পারিশ্রমিকে তিনি কাজটি করতে চান। যারা বলেন চলচ্চিত্রে সবাই শুধু নেয়, তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মৌসুমী অাপা। ’

কিছুদিনের মধ্যে ‘লিডার’-এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এরই মধ্যে ছবিটির টিজার ও গান প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।