ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘দাদাগিরি’তে বুধবার দেখা যাবে রুনা লায়লাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, মার্চ ১৬, ২০১৬
‘দাদাগিরি’তে বুধবার দেখা যাবে রুনা লায়লাকে

ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গত ১ মার্চ কলকাতার পার্পল মুভি টাউনে এর দৃশ্যধারণ হয়।

এরপর থেকেই পর্বটি দেখার অপেক্ষা চলছে।

সুখবর হলো, বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টায় রুনার অংশগ্রহণে নির্মিত পর্বটি প্রচার হবে। এতে তার পাশাপাশি থাকছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ ও সাধনা সারগাম।

বাংলাদেশে রাত ১০টায় শুরু হলেও রুনা অনুষ্ঠানটি দেখবেন এর আধঘণ্টা আগে থেকেই। কারণ মঙ্গলবার (১৫ মার্চ) তিনি গেছেন মুম্বাইয়ে। বুধবার সেখানে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুণী এই শিল্পী। তিনি ১৮ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন বাংলানিউজকে।

* রুনা লায়লার সঙ্গে গাঙ্গুলী

* সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’তে রুনা লায়লা

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।