ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রের গানে পুলকের অভিনয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, মার্চ ১৫, ২০১৬
চলচ্চিত্রের গানে পুলকের অভিনয় ‘মেঘকণ্যা’ ছবির শুটিংয়ের ফাঁকে পুলক অধিকারী

সুফি ঘরানার গানে জনপ্রিয়তা পেয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী। গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান থেকে উঠে আসা এই শিল্পীর কণ্ঠ পাওয়া গেছে চলচ্চিত্রের বিভিন্ন গানেও।

রূপালি পর্দায় পুলকের গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়কেরা। এবার নিজের গাওয়া গানের দৃশ্যে দেখা যাবে পুলককে।

মিনজাহ অভি পরিচালিত ‘মেঘ কন্যা’ ছবিতে অভিনয় করেছেন পুলক। সম্প্রতি গানটির দৃশ্যধারণ হয়েছে বান্দবানের নীলাচলে। গানটিতে তার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন দিনাত জাহান মুন্নি, রাজিব প্রমুখ। কবির বকুলের লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

পুলক বলেন,  ‘ছবিতে গাওয়ালি ঢংয়ের একটি গানটি পরিবেশন করেছি আমি। চলচ্চিত্রের উপযোগী পোশাকও পড়তে হয়েছে আমাকে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আশা করি,  আমার গান ও অভিনয় সবার ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।