ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া আউট, সোনম ইন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, মার্চ ১৬, ২০১৬
ঐশ্বরিয়া আউট, সোনম ইন! ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর

ভারতের গহনা প্রতিষ্ঠান কল্যাণ জুয়েলার্স তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে দিচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হচ্ছে সোনম কাপুরকে।

  গত তিন বছর ধরে কল্যাণ জুয়েলার্সের সকল বিজ্ঞাপনে দেখা গেছে অ্যাশকে।

এ বিষয়ে সংস্থাটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ‘গত তিন বছর ধরে আমাদের ব্র্যান্ড প্রচারণার জন্য ও একে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরার জন্য ঐশ্বরিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি সোনম কাপুরকে। আমরা আশা করি স্টাইল আইকন হিসেবে সোনমের জনপ্রিয়তা এই সংস্থাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।