ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

জায়গার মাল জায়গাতেই থাকবো...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, মার্চ ১৪, ২০১৬
জায়গার মাল জায়গাতেই থাকবো...

হঠাৎ বাইরে থেকে জোরে কোনো একটা কিছু ভাঙার শব্দ পাওয়া যায়। সবাই একে অন্যের দিকে তাকায়।

এ সময় আবারও কিছু একটা ভাঙার শব্দ হয়। আমজাদ, সেলিম আর নূরজাহান একদৌড়ে দরজা দিয়ে বেরিয়ে বাইরের দিকে যায়। শফির দুই চ্যালা রবিউল, আসলাম এবং আরও দু’জন লোক মিলে আমজাদের ঘর ভাঙছে। হঠাৎ পেছন থেকে গমগমে গলায় কারও কথা শুনে সবাই থেমে যায়। না, জায়গার মাল জায়গাতেই থাকবো...

কার কথায় সবাই থেমে গেলো? জানা যাবে ‘উজান গাঙের নাইয়া’ ধারাবাহিক নাটকের ১৩তম পর্বে। মঙ্গলবার (১৫ মার্চ) এটিএন বাংলায় রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, তারিন, লুৎফুর রাহমান জর্জ, রওনক হাসান, মৌসুমী হামিদ, জ্যোতিকা জ্যোতি, শামীমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনী শিমু, নাজমুল হুদা বাচ্চু, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, অশোক বেপারী, তৌসিফ মাহবুব, নাদিয়া নদী, সৈকত প্রামানিক, জয়নালসহ অনেকে।

‘উজান গানের নাইয়া’র তৃতীয় মৌসুমের পর্বগুলো লিখেছেন আনিসুল হক (প্রধান লেখক), মনিরুল ইসলাম রুবেল, রফিকুল ইসলাম পল্টু, গোলাম রাব্বানি ও কাজী শুসমিন আফসানা।

বাংলাদেশ সময় : ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।