ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঢাকায় শুটিংয়ে ব্যস্ত জিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, মার্চ ১৩, ২০১৬
ঢাকায় শুটিংয়ে ব্যস্ত জিৎ জিৎ

ঢাকায় এলেন ওপার বাংলার নায়ক জিৎ। শনিবার (১২ মার্চ) রাতে এসে তিনি উঠেছেন রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে।

কয়েক ঘণ্টার বিশ্রাম শেষে শুটিংয়ে নেমে পড়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা। তিনি এখন আছেন পূবাইলে।  

রোববার (১৩ মার্চ) সকাল থেকে ঢাকার আশপাশে শুটিং করছেন জিৎ। ‘বাদশা’ ছবির কাজে তিনি বাংলাদেশে অবস্থান করবেন এক সপ্তাহ। এর মাধ্যমে যৌথ প্রযোজনার ছবিতে যুক্ত হলো তার নাম।

এদিকে জিতের অবস্থান ঠিক কোথায় এ নিয়ে শুরুতে লুকোচুরি করছে ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শেষমেষ জানা গেলো, পূবাইলে তাকে নিয়ে চলছে দৃশ্যধারণ।  

‘বাদশা’য় জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ ছাড়াও আছেন ফেরদৌস। কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। পরিচালনা করছেন বাবা যাদব।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।