ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

তৌকীর-জেনিকে নিয়ে ‘মধ্যরাতে সাত মাইল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, মার্চ ১৩, ২০১৬
তৌকীর-জেনিকে নিয়ে ‘মধ্যরাতে সাত মাইল’ ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এই তো কিছুদিন আগে বিয়ে করেছে ইমরান। স্ত্রী সন্তানসম্ভবা।

দেশে যুদ্ধ শুরু হয়েছে। তাই শহর ছেড়ে অধিকাংশ মানুষই গ্রামমুখী। ইমরানের ইচ্ছে মুক্তিযুদ্ধে যাবে। কিন্তু মা ও স্ত্রীর কথা ভেবে সে দ্বিধাগ্রস্ত। এর মধ্যে খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে।

বাধ্য হয়ে পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায় ইমরান। রাতের আঁধারে দীর্ঘ সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে। কী ঘটেছিলো তাদের জীবনে! এমন গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘মধ্যরাতে সাত মাইল’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও জেনি।

রাবেয়া খাতুনের গল্প থেকে তৈরি হলো স্বাধীনতা দিবসের নাটকটি। চ্যানেল আইয়ের জন্য এটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। আগামী ২৬ মার্চ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মধ্যরাতে সাত মাইল’। এতে আরও অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।