ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাহরুখের ‘জাবরা ফ্যান’ রণবীর (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ১২, ২০১৬
শাহরুখের ‘জাবরা ফ্যান’ রণবীর (ভিডিও) শাহরুখ খান ও রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিং প্রায় প্রতিদিনই মজার মজার রঙ্গ করে ঘটিয়ে দর্শক আর ভক্তদের আনন্দ দেন। এবার সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবির গান ‘জাবরা ফ্যান’ নিয়ে ডাবস্ম্যাশ করলেন তিনি।

যথারীতি এটাও বেশ মজার।

এই ডাবস্ম্যাশে দেখা যাচ্ছে, ‘ফ্যান’ ছবির পোস্টারের সামনে ‘জাবরা ফ্যান’ গানের তালে মনের আনন্দে হাত-পা ছড়িয়ে নাচছেন রণবীর। হঠাৎ পোস্টারের পেছন থেকে বেরিয়ে আসেন শাহরুখ। তাকে দেখে অতি আনন্দে মাটিয়ে লুটিয়ে পড়লেন ৩০ বছর বয়সী সিং!

শনিবার (১২ মার্চ) ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে রণবীর লিখেছেন, ‘মোশন পোস্টারের জনক শাহরুখ খান। ’ ৫০ বছর বয়সী এই অভিনেতা টুইটারে ভিডিওটি নিয়ে বলতে গিয়ে রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘মনীষ ভাই (মনীষ শর্মা) কেমন কেমন নায়কদের সুযোগ দিলেন। জাবরা ব্যান্ড বাজা ওয়ালে!’

রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ পরিচালনা করেন মনীষ শর্মা। ‘ফ্যান’-এর পরিচালকও তিনিই। এটি মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল। এ বছর শাহরুখকে রাহুল ধোলাকিয়ার ‘রায়ীস’ (নওয়াজুদ্দিন সিদ্দিকী, মাহিরা খান) ছবিতেও দেখা যাবে।

এদিকে রণবীর সিং ব্যস্ত যশরাজ ফিল্মস প্রযোজিত ‘বেফিকরে’র (বাণী কাপুর) কাজে। এর মাধ্যমে আট বছর পর পরিচালনায় ফিরেছেন আদিত্য চোপড়া। তার আগের তিনটি ছবির (দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মোহাব্বাতে, রব নে বানা দি জোড়ি) তিনটিতেই অভিনয় করেছেন শাহরুখ।

* রণবীর সিংয়ের ডাবস্ম্যাশ :


* ‘জাবরা ফ্যান’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।