ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুরের আলিঙ্গনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ১২, ২০১৬
সুরের আলিঙ্গনে

রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে বের হলো লেলিনা রফিকের একক অ্যালবাম ‘সুরের আলিঙ্গনে’। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, কণ্ঠশিল্পী শুভ্রদেব।



অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এগুলো হলো- ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘গোধূলি গগণে মেঘে ডেকেছিলো’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘ও যে মানে না মানা’, ‘সেদিন দুজনে দুলেছিনু’, ‘ছায়া ঘনাইছে মনে’, ‘তোমায় গান শোনাব’ এবং ‘ওই মালতি লতা দোলে’।

গানগুলোর রেকর্ডিং হয়েছে ভারতের মুম্বাই ও যুক্তরাজ্যের লন্ডনে। এর সংগীতায়োজন করেছেন দীপক। ‘সুরের আলিঙ্গনে’ বাজারে এনেছে জি-সিরিজ।

বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।