ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

এ আর রহমানের পোস্টারের প্রশংসায় আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মার্চ ১২, ২০১৬
এ আর রহমানের পোস্টারের প্রশংসায় আমির আমির খান ও এ আর রহমান

গান করে অস্কার, গ্র্যামি, শ্রোতাদের মন- সব জিতেছেন এ আর রহমান। এবার চলচ্চিত্র প্রযোজনা আর চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

তার প্রযোজিত ও লেখা প্রথম ছবি ‘নাইনটি নাইন’-এর পোস্টার প্রকাশ হলো। এর ভূয়সী প্রশংসা করলেন বলিউড অভিনেতা আমির খান।

কী আছে পোস্টারে? আকাশ থেকে দড়িতে ঝুলে আছে একটি পিয়ানো। সেটা ধরে ঝুলে আছে এক তরুণ। তার এক হাত ধরে রেখেছে ফুল বিলানো একটি মেয়েকে। ওই ফুল দিয়েই ৯৯ সংখ্যাটি লেখা।

গত ৯ মার্চ ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন এ আর রহমান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের সহযোগিতা ও শুভকামনা নিয়ে আমার ছবির প্রথম পোস্টার শেয়ার করতে পেরে ভালো লাগছে। ’

টুইটারে আমির তাকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘দারুণ পোস্টার! দৃশ্যধারণ শুরুর জন্য শুভকামনা রইলো। তোমার মধ্যে সবসময় স্পৃহা থাকুক। ভালোবাসা নিও। ’

আমির অভিনীত ‘রঙিলা’, ‘লগান’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’ ও ‘গজিনি’ এবং তার প্রযোজিত ‘জানে তু ইয়া জানে না’ ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

বিশেষ কৃষ্ণমূর্তি পরিচালিত ‘নাইনটি নাইন সং’ তৈরি হচ্ছে এক সংগ্রামী শিল্পীর আত্মউপলব্ধি নিয়ে। যে নিজেকে সাফল সংগীত পরিচালক হতে চায়। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।