ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মার্চ ৮, ২০১৬
সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা

গণসংগীতের প্রচার ও প্রসারে প্রতি বছর উৎসব আয়োজন করে উদীচী। এ আয়োজনের শিরোনাম ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’।

এর ধারাবাহিকতায় ১ এপ্রিল  শুরু হচ্ছে দু’দিনের উৎসব ও গণসংগীত প্রতিযোগিতা। ওইদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

এর আগে দেশ ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানকার বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক, খ ,গ ও দলীয়- এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একক পরিবেশনার বেলায় অনুর্ধ্ব বারো ক বিভাগে, অনুর্ধ্ব আঠারো খ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী গ বিভাগের অন্তর্ভুক্ত। দলীয় প্রতিযোগিতার (ঘ বিভাগ) ক্ষেত্রে কমপক্ষে চারজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয়। বিভাগীয় পর্যায়ে একক বিভাগগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং দলীয় বিভাগে শুধু প্রথম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

এ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ওইদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। প্রতিযোগিতার ঢাকা জেলা পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে)।

উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে উপলক্ষ্য করে কয়েক বছরের ধারাবাহিকতায় আয়োজিত এবারের উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।