ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

অরিজিতের কনসার্টে অদিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, মার্চ ৮, ২০১৬
অরিজিতের কনসার্টে অদিত অরিজিৎ সিং ও অদিত

‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্ট হবে আগামী ১০ মার্চ। এতে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

ঢাকায় এটি তার তৃতীয় অনুষ্ঠান। একই কনসার্টে গান শোনাবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অদিত।

আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন্স জানায়, স্বাধীনতার মাস এই মার্চ। এ উপলক্ষে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’য় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হবে গানে গানে।

সংগীতশিল্পী অদিত জানান, তার পরিবেশনায় থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান। অন্য গানগুলো তারই গাওয়া ও তৈরি করা। এর মধ্যে থাকবে হিট নাম্বারও। তিনি আরও জানান, গানের তালিকা এখনও চূড়ান্ত করেননি। এমন একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছেন বলে আনন্দিত এই গায়ক ও চলচ্চিত্র প্রযোজক।

এদিকে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’য় গান পরিবেশন করবেন বলে মাহাদী ও এলিটার নাম শোনা গিয়েছিলো। প্রকৃতপক্ষে দু’জনের কেউই থাকছেন না এ আয়োজনে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।