দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রেখেছেন উর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী।
বিশ্বখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের ৭৩০ লি মডেলের গাড়ি উদ্বোধন করতে আগামী ২১ মার্চ বাংলাদেশে আসছেন উর্বশী রাউতেলা। পরদিন অনুষ্ঠানে অংশ নিয়ে আবার তিনি ফিরে যাবেন মুম্বাইয়ে। ওইদিন থেকে বাংলাদেশের রাস্তায় নামবে

এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সোমবার (৭ মার্চ)। বাংলাদেশে বিএমডব্লিউর একমাত্র আমদানিকারক এক্সিকিউটিভ মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ দেওয়ান সাজিদ আফজাল এ তথ্য জানান।
উর্বশী অভিনীত ‘সনম রে’ ছবিটি মুক্তি পায় গত মাসে। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে এটি। ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ২০১৪ সালে ইও ইও হানি সিংয়ের ভিডিও অ্যালবাম ‘লাভডোজ’-এ দেখা গেছে তাকে। গত বছর ‘ভাগ জনি’ ছবির ‘ড্যাডি মামি’ শিরোনামের আইটেম গানে নেচেছেন তিনি।
এখন তার হাতে আছে ‘মাস্তি’ সিরিজের তৃতীয় ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। ইন্দ্র কুমারের পরিচালনায় এতে আরও আছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। এটি মুক্তি পাবে আগামী ২৫ মার্চ।
* ‘ড্যাডি মামি’ গানের ভিডিও :
* ‘সনম রে’ ছবির ‘হুয়া হ্যায় আজ পেহলি বার’ গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেএইচ