ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

নামমাত্র দর্শনীতে বায়স্কোপ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, মার্চ ৬, ২০১৬
নামমাত্র দর্শনীতে বায়স্কোপ! (বাঁ থেকে) ‘বাপজানের বায়স্কোপ’ ছবির দৃশ্যে সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমা হল থেকে নামিয়ে দেওয়ার পর বিকল্প উপায়ে প্রদর্শন করা হচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। এরই ধারাবাহিকতায় এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি।



নির্মাতা রিয়াজুল রিজু জানান, আগামী ৮ ও ৯ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দুটি প্রদর্শনী থাকছে ছবিটির। মজার ব্যাপার হচ্ছে, নামমাত্র দর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করা যাবে। প্রথমদিনের প্রদর্শনী সকাল সাড়ে ১০টায়, পরদিন সকাল ৯টায়।

গত বছরের ১৮ জানুয়ারী দেশব্যাপী ৪১টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি। মাসুম রেজার কাহিনীতে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও সানজিদা তন্ময়। আরও আছেন শহিদুজ্জামান সেলিম, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। প্রযোজনা করেছে কারুকাজ ফিল্মস।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।