ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শানের সুরে ওপারের রুপঙ্কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, মার্চ ৬, ২০১৬
শানের সুরে ওপারের রুপঙ্কর শান ও রুপঙ্কর বাগচী

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী রুপঙ্কর বাগচী। এখানকার একাধিক মিশ্র অ্যালবামে গেয়েছেন তিনি।

এবার বাংলাদেশের সংগীতশিল্পী শানের সুরে শোনা যাবে তার কণ্ঠ।

সম্প্রতি রুপঙ্করের কণ্ঠধারণ করতে কলকাতায় গিয়েছিলেন শান। ফিরে এসে তিনি বলেন, ‘রুপঙ্কর গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করে সুন্দর অভিজ্ঞতা হয়েছে। তার গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার সুরে প্রথমবারের মতো গেয়েছেন তিনি। এটা বেশ ভালোলাগার বিষয়। ’

এন আই বুলবুলের কথায় রুপঙ্করের জন্য তৈরি করা গানটির সংগীতায়োজকও শান। তিনি জানান, শায়লা মুস্তফা নামে এক নবীন গায়িকার অ্যালবাম তৈরি করছেন তিনি। এই গানটির দ্বৈত সংস্করণে শায়লার সঙ্গে থাকছেন রুপঙ্কর। অন্য সংস্করণে রুপঙ্কর একা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।