ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

ইমনের চরিত্রেই ইমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, মার্চ ৫, ২০১৬
ইমনের চরিত্রেই ইমন শায়লা সাবি ও ইমন

চিত্রনায়ক ইমন রূপালি পর্দায় অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন। তার এই জুটি বাঁধা নিয়ে তৈরি হলো ঈদের নাটক ‘ভালোবাসা দুজনায়’।

এতে নায়ক ইমনের চরিত্রেই দেখা যাবে ইমনকে।

নাটকটিতে চিত্রনায়িকার ভূমিকায় আছেন শায়লা সাবি। গল্পে ইমন ও শায়লা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। তারা যে ছবিতেই অভিনয় করে তা-ই হিট হয়। একসময় ইমনের সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে তার এক মেয়ে ভক্তের। এ চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা।

কাহিনিতে ইমন ও পিয়ার বিয়ে হয়। কিন্তু দিনের বেশিরভাগ সময় শায়লার সঙ্গে থাকায় সারাক্ষণ তাকেই অনুভব করে ইমন। ঘরে ফিরে স্ত্রী মুখের দিকে তাকালেও শায়লার মুখ!

‘ভালোবাসা দুজনায়’ লিখেছেন ও পরিচালনা করেছেন শেখ সেলিম। গত ২ ও ৩ মার্চ রাজধানীতে এর দৃশ্যধারণ হয়েছে। আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নারী দিবসের একটি নাটকে অভিনয় করছেন ইমন। এর নাম ‘সাধারণ অসাধারণ’। এতে তার সহশিল্পী তিশা। এ ছাড়াও আছেন হিল্লোল, নওশীন, খালেদা আক্তার কল্পনা। আরটিভিতে আগামী ৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে এটি।

এর এক মাস পর আগামী ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইমনের নতুন ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’। সাফিউদ্দিন সাফির পরিচালনায় এতে তার সহশিল্পী জয়া আহসান ও শাকিব খান। এর চিত্রনাট্য তৈরি করেছেন রুম্মান রশীদ খান।

বাংলাদেশ সময় : ১৩০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।