ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাংলা নববর্ষে সজল-মমর বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, মার্চ ৫, ২০১৬
বাংলা নববর্ষে সজল-মমর বিয়ে!

আগেই চমকাবেন না। পুরোটা পড়ে নিন।

সজল বিয়ে করছেন জাকিয়া বারী মমকে। দীর্ঘদিনের জানাশোনা, বন্ধুত্ব, অতঃপর প্রেম ও সবশেষে বিয়ের সিদ্ধান্ত। সবকিছু এতোদিন খুব কৌশলে আড়াল করে রেখেছিলেন দু’জন।

গুজব ছিলো, কল্যাণের সঙ্গে মমর প্রেম। তেমনটিই জানতেন অনেকে। কল্যাণই প্রকাশ্যে বলেছিলেন, মমকে ভালোবাসার কথা। কিন্তু সব সমীকরণ পাল্টে নতুন খবর এলো- বাংলা নতুন বছরেই বিয়ে করতে যাচ্ছেন মম-সজল।

বাস্তবে নয়, নববর্ষের জন্য নির্মাণাধীন টেলিছবি ‘তুমিময়’-এর গল্প এমনই। জাফরীন সাদিয়ার গল্প থেকে এটি লিখেছেন রুম্মান রশীদ খান। নুজহাত আলভী আহমেদের পরিচালনা ও সাব্বির চৌধুরীর প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন মাহাদী হাসান পিয়াল।

শুক্রবার (৪ মার্চ) থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেলিছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নির্মাতা জানান, আসছে পহেলা বৈশাখে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে ‘তুমিময়’।

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।