ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঐশ্বরিয়া-কাজল একফ্রেমে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, মার্চ ৫, ২০১৬
ঐশ্বরিয়া-কাজল একফ্রেমে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কাজল

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। এতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা যাবে তাকে।



ছবিটির পরিচালক করণ জোহরের কাছে কাজল হচ্ছেন ‘লাকি মাস্কট’। নিজের পরিচালিত সব ছবিতে কাজলকে রাখতে চান তিনি। তাদের বন্ধুত্ব অনেকদিনের। ২০১২ সালে করণের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির ‘ডিস্কো দিওয়ানে’ গানে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা গেছে ১০ সেকেন্ড। এবারও বন্ধুর ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনি।

কাজল ছাড়াও ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’-এ স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে সাইফ আলি খান আর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। প্রধান চরিত্রে ঐশ্বরিয়া ছাড়াও আছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা। লন্ডনে প্রথম ধাপের কাজ শেষে এবার তারা গেছেন ভিয়েনায়। ছবিটি মুক্তি পাবে দিওয়ালিতে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।