ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

জুলাইতে সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, মার্চ ৩, ২০১৬
জুলাইতে সালমানের বিয়ে! সালমান খান

বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান খান। বয়স পঞ্চাশ পার করলেও বিয়েটা এখনও করেননি।

এর আগে বেশ কয়েকজন প্রেমিকাকে ঘিরে বারবার তার বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেগুলো গুঞ্জনই রয়ে গেছে। কিছুদিন আগেও তার বিয়ের গুঞ্জন রটেছিলো।

তবে শোনা যাচ্ছে, আগামী জুলাইতে বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের এই সুপারস্টার। পরিবারের পক্ষ থেকেও বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে ৫০ বছর বয়সী এই অভিনেতাকে। বেঁধে দেওয়া হয়েছে সময় আগামী এপ্রিলের মধ্যেই বিয়ের ব্যাপারে তারা শেষ সিদ্ধান্ত শুনতে চান সালমানের কাছ থেকে।

শুধু তাই নয়, জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছে শুভ কাজটির জন্য। হয়তো এর মধ্যে যে কোনো একটি মাসেই বাজবে তার বিয়ের সানাই।

সালমান খান এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী আনুশকা শর্মা। এটি মুক্তি পাবে এ বছর রোজার ঈদে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।