ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রীতির বিয়ের সংবর্ধনায় তিন খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ২, ২০১৬
প্রীতির বিয়ের সংবর্ধনায় তিন খান!

বিয়েতে সাফল্যের সঙ্গে সংবাদমাধ্যমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। গত ২৮ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডেনাফের ঘরণি হয়েছেন তিনি।

ঘরোয়া পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের চার হাত এক হয়েছে।

এবার মুম্বাইয়ে রাজপুত ঢঙে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এখানে তিনি নিমন্ত্রণ করছেন প্রায় গোটা বলিউডকে। জাঁকালো অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হয়ে আসবেন তিন খান- আমির, শাহরুখ ও সালমান। তিনজনের সঙ্গে প্রীতির দারুণ বন্ধুত্ব।

বলিউডে তিন খানের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন প্রীতি। এর মধ্যে শাহরুখের সঙ্গে ‘দিল সে’র (১৯৯৮) মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। এ জুটির অন্য ছবিগুলো হলো- ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪), ‘কাভি আলবিদা না কেহনা’ (২০০৬)। আমিরের সঙ্গে ‘দিল চাহতা হ্যায়’ (২০০১) ছবিতে দেখা গেছে তাকে।

তবে খানদের মধ্যে সালমানের সঙ্গে সর্বাধিক চারবার জুটি বেঁধেছেন প্রীতি। তাদের ছবিগুলো হলো- ‘হার দিল জো পেয়ার কারেগা’ (২০০০), ‘চোরি চোরি চুপকে চুপকে’ (২০০১), ‘দিল নে জিসে আপনা কাহা’ (২০০৪), ‘জান-এ-মান’ (২০০৬)। এ ছাড়া প্রীতির প্রযোজনায় ‘ইশক ইন প্যারিস’ (২০১৩) ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করেন সল্লু।

প্রীতির বিয়ের উছিলায় হলেও তিন খানকে আবার একসঙ্গে পাওয়া যাবে বলে হৈচৈ পড়ে গেছে। বলিউডের এই সুপারস্টাররা ‘আপ কি আদালত’-এ দেখা গেছে। তিন খানের পাশাপাশি সাইফ আলি খান, হৃতিক রোশন, আরবাজ খান, অভিষেক বচ্চন, ববি দেওলও প্রীতিকে শুভেচ্ছা জানাতে আসবেন বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।