ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বিতর্কে ‘বৃহন্নলা’, নিশ্চুপ মুরাদ পারভেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিতর্কে ‘বৃহন্নলা’, নিশ্চুপ মুরাদ পারভেজ ‘বৃহন্নলা’র পোস্টার ও মুরাদ পারভেজ

‘চন্দ্রগ্রহণ’-এর পর ‘বৃহন্নলা’ ছবির সুবাদে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন নির্মাতা মুরাদ পারভেজ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৪ সালের বিজয়ীদের নাম ঘোষণার পর অন্যদের মতো আনন্দিত তিনি।

কিন্তু তার ছবির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ, শুরু হয়েছে বিতর্ক।

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বৃহন্নলা’। এ ছাড়া শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার জিতেছেন মুরাদ পারভেজ। অথচ ‘বৃহন্নলা’র বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। সমালোচকরা বলছেন, বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটি বলেছিলো’ গল্প থেকে ‘চুরি’ করা হয়েছে এ ছবির কাহিনি।

বিষয়টি নিয়ে আগেই মুখ খুলেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ছেলে। গত বছর ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে ফেরদৌস ও সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’ পুরস্কৃত হলে ঘটনাটা সাহিত্যিকের পরিবারের দৃষ্টিগোচর হয়। তখন ওই সাহিত্যিকের কনিষ্ঠ পুত্র সাংবাদিক অমিতাভ সিরাজের ভাষ্য নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রতিবেদনও প্রকাশিত হয়।

এবার মুরাদ পারভেজ জাতীয় পুরস্কার জেতায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এ অবস্থায় অনেকে প্রশ্ন তুলছেন, নকলের অভিযোগে দুষ্ট একটি চলচ্চিত্র কী করে জাতীয় স্বীকৃতি পায়?

নকলের অভিযোগ নিয়ে বাংলানিউজের পক্ষে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যোগাযোগ করা হয় মুরাদ পারভেজের সঙ্গে। পুরস্কার প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানালে ধন্যবাদ জানান তিনি। এরপর ‘বৃহন্নলা’ নিয়ে বিতর্কের ব্যাপারে বক্তব্য চাওয়া হলেন মুরাদ বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ’

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।