ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অমিতাভ বচ্চনের মৃত্যুর ধাপ্পাবাজি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
অমিতাভ বচ্চনের মৃত্যুর ধাপ্পাবাজি! অমিতাভ বচ্চন

ঠিকই পড়ছেন! ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়। কিছু দুষ্টু মস্তিষ্কের মানুষ খবরটি চাউর করেছে।

প্রযুক্তির সুবাদে খবরটির সত্যতা নিশ্চিত করতে লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। তাতে জানা গেছে বিগ বি মরেননি।

ধাপ্পাবাজির চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, ভক্তরা তাদের প্রিয় তারকার চিরবিদায়ের খবরটি বিশ্বাস করে বসেছে! অনেকে তো তার শুন্যতা পূরণ হওয়ার নয় ধরনের শোক আর সমবেদনাও জানিয়েছেন।

তবে অমিতাভের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। তাদের ভাষ্য, ‘আরও অনেকের মতো ৭৩ বছর বয়সী এই অভিনেতা হাস্যকর মৃত্যুর গুজবের খপ্পরে পড়েছেন। ইন্টারনেটে যে গুজব দেখছেন তা বিশ্বাস করবেন না। ’

এদিকে সত্যিটা জেনে বোকা বনেছে বুঝে ক্ষেপেছে অমিতাভের ভক্তরা। এ ধাপ্পাবাজির পেছনে যারা জড়িত তাদের তীব্র নিন্দা করেছেন সবাই।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।