ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

চার মহাদেশে পিয়ার হলিডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, আগস্ট ১২, ২০১৫
চার মহাদেশে পিয়ার হলিডে জান্নাতুল ফেরদৌস পিয়া

এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপ- এ চার মহাদেশ ঘুরে বেড়িয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। গিয়েছেন উল্লেখযোগ্য প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে।

তবে তিনি একা নন। ওখানেও সঙ্গে ক্যামেরা, পরিচালক, পুরো ইউনিট। সিনেমা না নাটক? কিছুই নয়। উপস্থাপনা।

‘হলিডে প্ল্যানার’ নামে একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন পিয়া। জিটিভিতে আগামীকাল ১৩ আগস্ট থেকে এর প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি থাকছে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়।

বিশ্বের বিভিন্ন দেশের আকর্ষণীয় পর্যটন স্থানগুলো তুলে ধরা হবে এতে প্রথম পর্বে স্থান পেয়েছে আফ্রিকার বিভিন্ন দ্বীপ।   ‘হলিডে প্ল্যানার’ এর পরিকল্পনা পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।