ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

হাসপাতাল ছেড়ে নতুন বাসায় দিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, আগস্ট ১২, ২০১৫
হাসপাতাল ছেড়ে নতুন বাসায় দিতি দিতি

দিতি এখন সুস্থ। দিব্যি কেনাকাটা করে বেড়াচ্ছেন, বাইরে হাঁটতে বের হচ্ছেন, খাচ্ছেন, মন খুলে হাসছেন।

হাসপাতাল ছেড়েছেন কিছুদিন আগে। এখন তিনি চাইলেই দেশে ফিরতে পারেন। কিন্তু না। আপাতত দেশে ফিরছেন না তিনি।

জানা গেছে, হাসপাতালের পাশেই নতুন বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকছেন দিতি। তার মেয়ে লামিয়া চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, আরও কিছুদিন এখানেই থাকবেন তিনি। দেশে ফিরলে আবারও কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন, এ আশংকায় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চেন্নাই ছাড়া হচ্ছে না তাদের।

ব্রেন টিউমার জনিত কারণে গত মাসে দেশ ছাড়েন দিতি। ভর্তি হন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি)। সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।