ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

প্রাণ ফিরে পায়, কিন্তু এক শর্তে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, আগস্ট ৭, ২০১৫
প্রাণ ফিরে পায়, কিন্তু এক শর্তে!

গল্প সুন্দরবনের। প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ের কবলে পড়ে শনু মিয়ার পরিবার হারায় সব।

অর্বাচীন শনু মধু ক্ষুধায় কাতর হয়ে অকালে মধু শিকার করে প্রাণ-প্রকৃতি ও পরিবেশের হুমকি হয়ে দাঁড়ায়। বনের রক্ষাকর্তা দক্ষিণ রায় মতান্তরে রয়েল বেঙ্গল টাইগার শনু মিয়াকে সংহার করে নিতে চায় প্রতিশোধ। বনবিবির বাঁধায় সে ফিরে পায়, কিন্তু এক শর্তে। এই হচ্ছে বটতলার প্রযোজনা ‘মধুশিকারী’র গল্প।

কার্তিক নায়ারের ‘দ্য হানি হান্টার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শামীম আজাদ। মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় এর মঞ্চায়ন হবে আগামী ৮ আগস্ট সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে।

এটি মঞ্চনাটকের দল বটতলার ষষ্ঠ প্রযোজনা। এতে অভিনয় করেছেন তৌফিক হাসান, হুমায়রা আক্তার, ইভান রিয়াজ, সেঁউতি শাহগুফতা, পারভিন কনা, অনিন্দিতা বিশ্বাস দোলা, তাহিম জহির ও প্রীতি।



বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।