ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

‘ধুম থ্রি’কে টপকে গেলো ‘বজরঙ্গি ভাইজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জুলাই ৩১, ২০১৫
‘ধুম থ্রি’কে টপকে গেলো ‘বজরঙ্গি ভাইজান’ ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে (বাঁ থেকে) সালমান খান, হারশালি মালহোত্রা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী

প্রতিনিয়ত পরিবর্তনের বক্স অফিসে দ্রুতগতিতে রেকর্ড গড়ে যাচ্ছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। আমির খানের ‘ধুম থ্রি’কে টপকে বলিউডে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় দুই নম্বরে উঠে গেছে এটি।

সাড়ে তিনশ কোটি রুপির আয় নিয়ে এক নম্বরে আছে আমিরের আরেক ছবি ‘পিকে’।

পাক-ভারত সম্পর্কের বক্তব্য নিয়ে বানানো কবির খানের এ ছবিতে দুই দেশের মধ্যে শান্তির বার্তা দেওয়া হয়েছে। এতে সালমানের সহশিল্পী কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হারশালি মালহোত্রা।

এদিকে বলিউডের তিন খানের দখলেই আছে বক্স অফিসের ওপরের দিকের স্থানগুলো। ৩০০ কোটির ক্লাবে আছে আমিরের ‘পিকে’। আড়াইশ কোটির ঘরে আছে ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘ধুম থ্রি’ (২৮৪ কোটি ২৭ লাখ রুপি)। আর ২০০ কোটির সদস্য সালমানের ‘কিক’, শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’, আমিরের ‘থ্রি ইডিয়টস’।

বাংলাদেশ সময় : ১৭১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।