ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বাড়ি ফিরেছেন হেমা মালিনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জুলাই ৪, ২০১৫
বাড়ি ফিরেছেন হেমা মালিনী হেমা মালিনী

হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। আজ শনিবার (৪ জুলাই) সকাল এগারোটার দিকে হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে।

তার মেয়ে এষা দেওল ও জামাই তাকে মুম্বাইয়ের নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।

গত বৃহস্পতিবার রাতে রাজস্থানের দৌসার কাছে একটি অল্টো গাড়ির সঙ্গে হেমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী। অল্টো গাড়িতে থাকা একটি দুই বছরের শিশু মারা যায় ঘটনাস্থলেই।

দুর্ঘটনায় হেমার কপালে খানিকটা ফেটে যায়। চোখ আর নাকেও আঘাত পেয়েছিলেন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে জয়পুরের ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তার অস্ত্রোপচার হয়।

বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, ‍জুলাই ৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।