ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

খবরওয়ালাদের খবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জুলাই ৪, ২০১৫
খবরওয়ালাদের খবর

টিভি পর্দায় দর্শককে খবর সরবরাহ করেন তারা। কেউ প্রতিবেদক হিসেবে, কেউ থাকেন সংবাদ পাঠকের আসনে।

এই খবর সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান। নাম ‘খবরওয়ালাদের খবর’।

এতে প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল, জ.ই. মামুন, সামিয়া রহমান এবং ফারজানা রূপা। একটি করে গান গেয়েছেন রমা এবং লোপা হোসাইন। এ ছাড়া রয়েছে ছয়টি নাটিকা। অভিনয়ে মনোজ সেনগুপ্ত, এসএম মহসীন আলী, রাতিনসহ বেশ কজন সংবাদ পাঠক এবং রিপোর্টার।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। তিনি বলেন, ‘পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি ছন্দে ছন্দে। আশা করি দর্শকরা আনন্দ পাবেন। ’

‘খবরওয়ালাদের খবর’ প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়। প্রযোজনায় মোঃ নাসির উদ্দিন।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।