ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

জয়ন্ত চট্টোপাধ্যায়ের হাতে ভারতগৌরব সম্মান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুলাই ৩, ২০১৫
জয়ন্ত চট্টোপাধ্যায়ের হাতে ভারতগৌরব সম্মান

ফেসবুকে আজ শুক্রবার (৩ জুলাই) একটি ছবি পোস্ট করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। সেখানে তার হাসিমুখ, গলায় ভারতীয় পতাকা আঁকা উত্তরীয়।

দু’হাত বাড়িয়ে ক্রেস্ট নিচ্ছেন তিনি। তার নাট্য-প্রতিভাকে সম্মান জানানোর জন্যই এ ক্রেস্ট ও উত্তরীয়। জয়ন্তকে দেওয়া হয়েছে ‘ভারতগৌরব সম্মান’।

সংকল্প টুডে ও ইন্ডিয়ার ফোটো-লাভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ২ জুলাই তাকে এই সম্মানে ভূষিত করা হয়। জয়ন্তর হাতে ক্রেস্ট তুলে দেন অজাতশত্রু ও শঙ্করলাল ভট্টাচার্য।

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।