ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

আইয়ুব বাচ্চু একটি গল্প বলবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুলাই ৩, ২০১৫
আইয়ুব বাচ্চু একটি গল্প বলবেন আইয়ুব বাচ্চু / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইতোমধ্যে বলেও ফেলেছেন কিছুটা। আড্ডায় কিংবা রেডিও-টিভির অনুষ্ঠানে নয়, গানে গানে।

একটি পরিবার। বাবা-মা, তিন ভাই। ছোট্ট তিন পুত্র আর স্ত্রীকে একা রেখে বাবা চলে যান না ফেরার দেশে। এরপর শুরু কষ্ট-সংগ্রামের অধ্যায়। ছেলেরা বড় হয়। আলাদা সংসার হয় সবার। কিন্তু সন্তানদের সুখ বেশিদিন দেখার সৌভাগ্য হয় না মায়ের। তার আগেই মরণব্যধি ক্যান্সার জেঁকে বসে শরীরে।

এ গল্পটাই আইয়ুব বাচ্চু যখন গানে গানে বলেছেন, তখন যোগ হয়েছে আলাদা মাত্রা। তিনি লিখছেন, ‘একটি গল্প ভাবছি বলবো আজ তোমাদের/ এতোগুলো দিন যা কষ্টে রেখেছিলো আমাকে/ গল্পের শিরোনাম ঠিক নেই/ শুধু শুরু আছে যার তার শেষ নেই। ’ গানের নাম ‘জীবনের গল্প’। গানবাংলা চ্যানেলে নিয়মিত প্রচারও হচ্ছে এটি।

কিন্তু যার নাম ‘জীবনের গল্প’, সেটি তো এক গানেই শেষ হতে পারে না। জীবনের ‘শুরু আছে, শেষ নেই। ’ জীবনের গল্পের ঝুলিতে তাই যোগ হয়েছে আরও নয়টি গান। আগে তো শুধু একটা প্রকাশ করেছিলেন, এবার সব গান একসঙ্গে নিয়েই হাজির হচ্ছেন আইয়ুব বাচ্চু।

‘জীবনের গল্প’ তার পরবর্তী একক অ্যালবাম। সব গানের কথা, সুর ও সঙ্গীত তার নিজের। এটি প্রকাশ হবে আগামী ৭ জুলাই।

‘জীবনের গল্প’ গানের ভিডিও লিংক-




বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।