ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

বিয়ে করতে রাজি সালমান

বিনোদন ডেস্ক ‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জুলাই ২, ২০১৫
বিয়ে করতে রাজি সালমান সালমান খান

‘কবে বিয়ে করছেন?’- সম্ভবত এ প্রশ্নের সামনেই সবচেয়ে বেশি পড়েছেন সালমান খান। তবে এই সময়ে এসে পারিবারিক পছন্দে বিয়েতে বিশ্বাস করেন কি-না তা জানার কৌতূহল অনেকের।

বলিউডের এই সুপারস্টার জানান, কেউই তার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি! আগামীতে প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলেও জানিয়েছেন তিনি।

সালমান জানান, পারিবারিক পছন্দে বিয়েতে তার আপত্তি নেই। ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘প্রেমের বিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই টেকে না। কিন্তু দুই পরিবার মিলে পাত্র-পাত্রী পছন্দ করে বিয়ে দিলে সেটা তুলনামূলকভাবে টেকসই হয় বেশি। ’ সঙ্গে যোগ করে তিনি বলেন, ‘সংসার টিকবে কি টিকবে না তা ব্যক্তিভেদে নির্ভর করে। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।