ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

রুনা যখন হাউস অব কমন্সে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জুলাই ২, ২০১৫
রুনা যখন হাউস অব কমন্সে

গানে গানে ৫০ বছর পূর্তির অনন্য গৌরব ও উপমহাদেশের সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সংবর্ধনা পেলেন রুনা লায়লা। গত ১ জুলাই সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা তুলে দেন হাউস অব কমন্সের সাংসদ সীমা মালহোত্রা ও হাউস অব লর্ডসের সাংসদ ব্যারোনেস পলাউদ্দিন।



 অনুষ্ঠানে একমাত্র মেয়ে তানি লায়লা আর দুই নাতিকে নিয়ে গিয়েছিলেন রুনা। ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে সবাই মিলে সেলফি তোলেন তারা। এদিন রুনা ঢুকতেই যেন হাউস অব কমন্সে ছড়িয়ে গেলো সুরের রেশ! মুহূর্তেই শুরু হয়ে যায় ক্যামেরার ঝলকানি।

পুরস্কারগ্রহণের পাশাপাশি ব্রিটিশ-এশিয়ান শিল্পী রুবায়েত জাহানের ফিউশন অ্যালবামের মোড়ক খোলেন রুনা। তিনি ঢাকায় ফিরবেন আগামী ১২ জুলাই।

ফেসবুকে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে আমি যে সম্মান পাই, তাতে আমি অভিভূত। হাউস অব কমন্সে পুরস্কার গ্রহণ করা আমার জীবনে বিশেষ ঘটনা হয়ে থাকবে। ’

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।