ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

বাপ্পার সঙ্গে এলিটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জুলাই ২, ২০১৫
বাপ্পার সঙ্গে এলিটা বাপ্পা মজুমদার ও এলিটা করিম

বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান অনেক, এলিটা করিমেরও সংখ্যাটা কম নয়। নিজেদের জনপ্রিয় বেশ কয়েকটি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, লালনগীতি ও হাসন রাজার গানের ফিউশন করেছেন তারা।

‘মিউজিক ফিউশন’ নামের একটি অনুষ্ঠানে তাদের এই পরিবেশনা উপভোগ করা যাবে। সম্প্রতি এফডিসিতে এর ধারণকাজ সম্পন্ন হয়েছে।

বাপ্পা জানান, গতানুগতিকতার বাইরে একটু আলাদা স্বাদের অনুষ্ঠানটি করে বেশ আনন্দ পেয়েছেন তিনি ও তার ব্যান্ড। অনুষ্ঠানটি দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে তার বিশ্বাস।

মাছরাঙা টেলিভিশনে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ভিন্নধর্মী এই ফিউশন অনুষ্ঠান। প্রযোজনায় জেড আই ফয়সাল।

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।