ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

রাঙামাটিতে সারাদিন মৌসুমী-ফেরদৌসের আড্ডা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুলাই ২, ২০১৫
রাঙামাটিতে সারাদিন মৌসুমী-ফেরদৌসের আড্ডা মৌসুমী ও ফেরদৌস

ক’দিন আগে রাঙামাটি ঘুরে এলেন চিত্রনায়িকা মৌসুমী ও প্রিয়নায়ক ফেরদৌস। চ্যানেল আইয়ের আয়োজনে এই তারকা জুটি আড্ডা দিতে গিয়েছিলেন সেখানে।

পাহাড়ি কন্যা রাঙামাটির বিভিন্ন মনোরম নৈসর্গিক পটভূমিতে মৌসুমী আর ফেরদৌস কাটিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পুরো একটি দিন। এ নিয়ে তৈরি হয়েছে ঈদ অনুষ্ঠান ‘একদিন সারাদিন’।

আড্ডায় মৌসুমী ও ফেরদৌস তাদের চলার পথের বিভিন্ন ঘটনা, জুটিপ্রথা, সিনেমা জগৎ আর স্মৃতিজাগানিয়া কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে এই দুই তারকা অভিনীত নতুন কয়েকটি ছবির প্রসঙ্গও স্থান পেয়েছে আলাপচারিতায়। আড্ডার ফাঁকে ফাঁকে তারা কথা বলেছেন এসব নতুন ছবির আনকোরা বেশকিছু গান নিয়ে।

কথা, আবৃত্তি, গান, লোকেশন নিয়ে সাজানো মৌসুমী ও ফেরদৌসের ‘একদিন সারাদিন’ প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ উৎসবে। চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু। পরিকল্পনা ও পরিচালনায় আবদুর রহমান।

বাংলাদেশ সময় : ১১৫৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।